এর আগেও আমি বাংলায় পাইথন নিয়ে স্ক্রীনকাস্ট সিরিজ শুরু করেছিলাম কিন্তু কোন ফিডব্যাক না পেয়ে বন্ধ করে দেই সেই সিরিজ । হাতে কিছু ফাকা সময় আছে । তাই আবারো শুরু করছি বাংলায় পাইথন নিয়ে কিছু লেখালেখি । ধারাবাহিকভাবে ধরাবাধা কোন কিছু করা আমার আদতে নেই । হয়ত এবারো সিরিজ শেষ করা হবে না । তাই এবার আর সিরিজ আকারে কিছু করব না । খন্ড খন্ড করে বিভিন্ন বিষয়ের উপরে লিখব । খুব ডিটেইলস এ যাব না । যারা এই লেখা পড়বেন অনেক কিছুই তাদের নিজেদের করতে হবে । এই আইডিয়াটা মূলত জেড এ শ’ এর “লার্ণ পাইথন দি হার্ড ওয়ে” বইটি থেকে এসেছে ।
প্রথমেই আপনাকে পাইথন সেটাপ করে নিতে হবে । আপনি যদি লিনাক্স বা ম্যাক ব্যবহারকারী হন তবে আপনার পিসি বা ল্যাপটপে পাইথন দেওয়াই আছে । উইন্ডোজ ব্যবহারকারীরা পাইথনের অফিসিয়াল ওয়েব সাইট থেকে পাইথন 2.5.4 ভার্সনটি ডাউনলোড করে ইন্সটল করে নিন । ওয়েব সাইটের ঠিকানা খোঁজা ও ইন্সটলেশন আপনাকে করে নিতে হবে । গুগলের সহায়তা নিতে পারেন ।
পাইথন কোড লেখার জন্যে উইন্ডোজে Notepad++ এবং লিনাক্সে gedit ব্যবহার করতে পারেন । উইন্ডোজ ব্যবহারকারীরা পাইথন ডিরেক্টরীকে আপনাদের সিস্টেম পাথে যোগ করে নিন । অর্থাৎ C:\Python25 এই লোকেশনটিকে আপনার PATH ভ্যারিয়েবলে যোগ করে নিন । এজন্য Computer এর উপর রাইট ক্লিক করে “Properties” এ যান । এবার বাম পাশে “Advanced System Settings” এ ক্লিক করূন । নিচের দিকে থাকা “Environment Variables” এ ক্লিক করুন । এবার “System Variables” এর ভিতরে “Path” এন্ট্রি খুজে বের করে “Edit” বাটন চাপুন । এবার এর শেষে C:\Python25 লিখে ওকে করে বের হয়ে আসুন । এবার কমান্ড প্রম্পট খুলুন (cmd.exe) । টাইপ করুন ঃ python । এন্টার চাপুন । নিচের মত লেখা দেখাবেঃ
1 2 3 4 5 6 7 8 |
Microsoft Windows [Version 6.1.7600] Copyright (c) 2009 Microsoft Corporation. All rights reserved. C:\Users\maSnun>python Python 2.5.4 (r254:67916, Dec 23 2008, 15:10:54) [MSC v.1310 32 bit (Intel)] on win32 Type "help", "copyright", "credits" or "license" for more information. >>> |
এরকম দেখালে বোঝা গেল আমরা পাইথন ইন্সটলেশন শেষে এটাকে রান করাতে পেরেছি কমান্ড লাইনে । এবার আসুন সত্যিকারের একটি পাইথন প্রোগ্রাম লিখি । Notepad++ খুলে টাইপ করুন ঃ
1 2 |
greetings = "hello world!" print greetings |
ফাইলটিকে ডেস্কটপে সেইভ করুন “test.py” নামে । এবার কমান্ড প্রম্পট বা টার্মিনাল খুলে নিচের কমান্ডদুটো দিন ।
1 2 |
cd Desktop python test.py |
আউটপুট হবে নিচের মত (উইন্ডোজে)ঃ
1 2 3 4 5 6 |
C:\Users\maSnun>cd Desktop C:\Users\maSnun\Desktop>python test.py hello world! C:\Users\maSnun\Desktop> |
আমরা সফলভাবে একটি পাইথন প্রোগ্রাম লিখলাম ও রান করলাম । এরপরে আমরা আরো গভীরে যাব ।