এর আগেও আমি বাংলায় পাইথন নিয়ে স্ক্রীনকাস্ট সিরিজ শুরু করেছিলাম কিন্তু কোন ফিডব্যাক না পেয়ে বন্ধ করে দেই সেই সিরিজ । হাতে কিছু ফাকা সময় আছে । তাই আবারো শুরু করছি বাংলায় পাইথন নিয়ে কিছু লেখালেখি । ধারাবাহিকভাবে ধরাবাধা কোন কিছু করা আমার আদতে নেই । হয়ত এবারো সিরিজ শেষ করা হবে না । তাই এবার আর সিরিজ আকারে কিছু করব না । খন্ড খন্ড করে বিভিন্ন বিষয়ের উপরে লিখব । খুব ডিটেইলস এ যাব না । যারা এই লেখা পড়বেন অনেক কিছুই তাদের নিজেদের করতে হবে । এই আইডিয়াটা মূলত জেড এ শ’ এর “লার্ণ পাইথন দি হার্ড ওয়ে” বইটি থেকে এসেছে ।
প্রথমেই আপনাকে পাইথন সেটাপ করে নিতে হবে । আপনি যদি লিনাক্স বা ম্যাক ব্যবহারকারী হন তবে আপনার পিসি বা ল্যাপটপে পাইথন দেওয়াই আছে । উইন্ডোজ ব্যবহারকারীরা পাইথনের অফিসিয়াল ওয়েব সাইট থেকে পাইথন 2.5.4 ভার্সনটি ডাউনলোড করে ইন্সটল করে নিন । ওয়েব সাইটের ঠিকানা খোঁজা ও ইন্সটলেশন আপনাকে করে নিতে হবে । গুগলের সহায়তা নিতে পারেন ।
পাইথন কোড লেখার জন্যে উইন্ডোজে Notepad++ এবং লিনাক্সে gedit ব্যবহার করতে পারেন । উইন্ডোজ ব্যবহারকারীরা পাইথন ডিরেক্টরীকে আপনাদের সিস্টেম পাথে যোগ করে নিন । অর্থাৎ C:\Python25 এই লোকেশনটিকে আপনার PATH ভ্যারিয়েবলে যোগ করে নিন । এজন্য Computer এর উপর রাইট ক্লিক করে “Properties” এ যান । এবার বাম পাশে “Advanced System Settings” এ ক্লিক করূন । নিচের দিকে থাকা “Environment Variables” এ ক্লিক করুন । এবার “System Variables” এর ভিতরে “Path” এন্ট্রি খুজে বের করে “Edit” বাটন চাপুন । এবার এর শেষে C:\Python25 লিখে ওকে করে বের হয়ে আসুন । এবার কমান্ড প্রম্পট খুলুন (cmd.exe) । টাইপ করুন ঃ python । এন্টার চাপুন । নিচের মত লেখা দেখাবেঃ
1 2 3 4 5 6 7 8 |
Microsoft Windows [Version 6.1.7600] Copyright (c) 2009 Microsoft Corporation. All rights reserved. C:\Users\maSnun>python Python 2.5.4 (r254:67916, Dec 23 2008, 15:10:54) [MSC v.1310 32 bit (Intel)] on win32 Type "help", "copyright", "credits" or "license" for more information. >>> |
এরকম দেখালে বোঝা গেল আমরা পাইথন ইন্সটলেশন শেষে এটাকে রান করাতে পেরেছি কমান্ড লাইনে । এবার আসুন সত্যিকারের একটি পাইথন প্রোগ্রাম লিখি । Notepad++ খুলে টাইপ করুন ঃ
1 2 |
greetings = "hello world!" print greetings |
ফাইলটিকে ডেস্কটপে সেইভ করুন “test.py” নামে । এবার কমান্ড প্রম্পট বা টার্মিনাল খুলে নিচের কমান্ডদুটো দিন ।
1 2 |
cd Desktop python test.py |
আউটপুট হবে নিচের মত (উইন্ডোজে)ঃ
1 2 3 4 5 6 |
C:\Users\maSnun>cd Desktop C:\Users\maSnun\Desktop>python test.py hello world! C:\Users\maSnun\Desktop> |
আমরা সফলভাবে একটি পাইথন প্রোগ্রাম লিখলাম ও রান করলাম । এরপরে আমরা আরো গভীরে যাব ।
7 replies on “বাংলায় পাইথন – শুরু করার আগে”
ধন্যবাদ। চালিয়ে যান। টিউটোরিয়াল আকারে লিখতে হবে না। যখন যা মঞ্চায় শেয়ার করবেন। আশায় থাকলাম।
“Hello Python”:)
ভাইয়া,প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই আজকের সেমিনারের জন্য।খুব ই ভাল আর আমাদের উপকারি একটা সেমিনার হয়েছে। যদি নিয়মিত কিছু পোস্ট করেন তাহলে খুব ই ভাল লাগবে।
Specially on python and java.
চেষ্টা করব ভাইয়া!
আপনার একটা জিনিস আমার খুব ভাল লাগে সেটা হল, আমি ঠিক যে ভাবে কোন কিছু শিখতে বা বুঝতে চাই আপনি ঠিক সে ভাবে বুঝান,
লিখাটা পড়ে খুব ইন্সপায়ার হলাম. 🙂
লিখাটা পড়ে খুব ইন্সপায়ার হলাম। আশা করি প্রতিনিয়ত পড়বো। ধন্যবাদ।
পাইথন শিখতে আমি খুব আগ্রহী, কিন্তু ভালো কনো টিউটরিয়াল পাচ্ছিলাম না, ধন্যবাদ শুরু করার জন্য। আসা করি আপনার কাছ থকে সম্পূর্ণ শিখতে পারবো…