পাইথনে সিঙ্গল বা ডাবল কোটেশন দুটোর মাধ্যমেই স্ট্রিং ব্যবহার করা যায় । তবে যেটি দিয়ে স্ট্রিং শুরু করবেন, শেষও করতে হবে সেটি দিয়েই । এক ধরণের কোটেশনের মধ্যে অন্য কোটেশন সরাসরি প্রিন্ট হয়ে যাবে । যে কোটেশন দিয়ে স্ট্রিং ব্যবহার করা হচ্ছে তার ভিতরে যদি ঐ কোটেশন চিহ্নটি কোন কারণে ব্যবহার করতে হয় তবে তার আগে একটি ব্যাক স্ল্যাশ ব্যবহার করতে হয় । আমরা কিছু উদাহরণ দেখি:
1 2 3 4 5 6 7 |
print "double quotation" print 'here is the single' print "single quote - ' in a double quoted string" print 'double quotes - " in a single quoted string' print "here comes the escaped quotes - \" " print 'here is the single one - \' ' |
একটি ফাইলে এই কোড টাইপ করে রান করে দেখুন কি আউটপুট দেখায় ।