প্রচলিত ফ্রী-ল্যান্স মার্কেটপ্লেইস (আপওয়ার্ক কিংবা ফ্রী-ল্যান্সার ডট কম) এর বাইরেও প্রচুর রিমোট জব পাওয়া যায় যেগুলোর কথা হয়তো আমরা জানি না । আজকে আমি আমার পরিচিত কিছু সোর্স উল্লেখ করবো ।
শুরুতেই কিছু কথা বলে রাখা জরুরী:
- যেহেতু আমি সাধারনত সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি তাই এই সাইটগুলোর বেশীরভাগই ডেভেলপার ফোকাসড ।
- এই সাইটগুলোর কয়েকটি রিমোট ফোকাসড, কতগুলোতে অন-সাইট এবং রিমোট দুই ধরনের জবই আছে । যেসব সাইটে দুই ধরনের জবই থাকে সেগুলোতে রিমোট জব গুলো ফিল্টার করে নিন ।
- এই লিস্টটি সময়ের সাথে সাথে আপডেইট করা হবে । আপনাদের সাজেশন থাকলে কমেন্ট করুন, যোগ করে দিবো ।
- সফটওয়্যার ডেভেলপমেন্ট ছাড়াও অন্যান্য ক্যাটাগরির সাইটও আমি এখানে যোগ করতে আগ্রহী, আপনার জানা থাকলে কমেন্ট করুন।
জেনেরিক জব বোর্ড
এই সাইটগুলোতে পিএইচপি, পাইথন, জাভাস্ক্রীপ্ট, সিস্টেম এ্যাডমিন, মোবাইল এ্যাপ্লিকেশন ডেভেলপার – মোটামোটি সব ধরনের স্কিলসেটের জবই পাওয়া যায় ।
- StackOverflow Careers
- remote|ok
- angel.co
- We Work Remotely
- Working Nomads
- Authentic Jobs
- offsite.careers
স্পেশালাইজড জব বোর্ড
এই লিস্টের সাইটগুলো কোন বিশেষ টেকনোলজি ফোকাসড ।
- Django Jobs | Django Gigs | Django Jobbers | (আরেকটা) Django Jobs – জ্যাঙ্গোর জন্য বেশ কয়েকটা জব সাইটে নজর রাখতে হবে আপনাকে ।
- Larajobs – নাম শুনেই আন্দাজ করতে পারছেন হয়তো, এখানে শুধু লারাভেল স্পেসিফিক জব পাওয়া যায় ।
- WordPress Jobs – এখানে পাবেন ওয়ার্ডপ্রেস এর জন্য ডিজাইন ও ডেভেলপমেন্ট এর কাজ
- Nodejobs – নোডজেএস রিলেটেড জব খুজঁতে চাইলে ঢু মারুন এখানে ।
- Golang Jobs – গুগলের গো ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে চাইলে এই ওয়েব সাইটটি হতে পারে ভালো রিসোর্স ।
কমিউনিটি, ফোরাম, আইআরসি
- চোখ রাখুন রেডিটে – Remote Python | Remote Javascript | For Hire
- হ্যাকার নিউজের জব লিস্টিং ছাড়াও প্রতিমাসে একটা মাসিক জব থ্রেডও পাবলিশ করা হয়, যেমন: April, 2015
- আপনি যেই স্কিলসেট নিয়ে গর্বিত, সেই সব স্কিল সংশ্লিষ্ট কমিউনিটি গুলোতে খোজঁ খবর রাখুন । ফেইসবুক এবং লিংকইন গ্রুপগুলোতে মাঝে মাঝেই ঘুরে আসুন ।
- আইআরসি এবং স্ল্যাকেও মিলবে জবের খোজঁ ।
কিভাবে এ্যাপ্লাই করবেন?
- প্রথমেই আপনার নিজের সিভি আপডেইট করে নিন । সুন্দর করে সিভি প্রস্তুত করুন । শত শত এ্যাপ্লিকেশনের ভিতর থেকে আপনাকে যেন আলাদা করা যায় এমন কিছু থাকতে হবে আপনার সিভিতে । গুগল ঘেটে আকর্ষনীয় সিভি কিভাবে তৈরি করা যায় সেটা নিয়ে পড়াশুনা করুন । সময় দিন, পরিশ্রম করে সিভি বানান । আপনার স্কিল সেট সহজ, সাবলীল ভাষায়, সংক্ষিপ্ত আকারে টু-দ্যা-পয়েন্ট তুলে ধরুন । গতানুগতিক সিভির ফরম্যাট থেকে বাইরে আসুন, নতুন কিছু করার চেষ্টা করুন ।
- অন্যদের সিভি পড়ুন, তাদের সিভির সাথে তাদের ব্যক্তিত্ব মিলিয়ে দেখুন, দেখবেন নিজের সিভির উপস্থাপনার ব্যাপারে মাথায় নতুন নতুন আইডিয়া আসছে ।
- ওয়ার্ড ডকুমেন্ট হিসেবে সিভি পাঠানো খুবই আনপ্রফেশনাল । অবশ্যই পিডিএফ পাঠানো উচিৎ! আরও ভালো হয় পিডিএফ এর সাথে যদি একটা অনলাইন ভার্সন পাঠানো যায় । যেমন আমি সব সময় এ্যাপ্লাই করার সময় ইমেইল বা কাভার লেটারে এই লিংকটি দেই: http://masnun.me
- কাভার লেটার বা ইমেইলটা প্রফেশনাল হওয়া খুবই জরুরী । এটাই আপনার ফার্স্ট ইমপ্রেশন তৈরি করবে । কথায় বলে – “You will never get the second chance to make a first impression.” । জব পোস্টিং টা পড়ুন, ভালো করে এ্যনালাইজ করুন, চিন্তা করুন এই জবে আপনি কেন পারফেক্ট, জব রিকোয়্যারমেন্টগুলোর কোন গুলোয় আপনার স্ট্রং পয়েন্ট আছে সেগুলো আইডেন্টিফাই করে সেগুলোর উপর জোর দিন । যে জিনিসগুলো পারেন না, সেগুলো শেখার জন্য আগ্রহ প্রকাশ করুন ।
- আপনার ব্লগ, গিটহাব, পোর্টফোলিও – এগুলোর উপর জোর দিন । এগুলো যেন সহজে নজরে পড়ে সেভাবে উপস্থাপন করুন । আর হ্যা, অবশ্যই সময় করে নিজের ব্লগে লেখালেখি করুন (ইংরেজীতে অবশ্যই), গিটহাবে নিজের কিছু ওপেন সোর্স প্রজেক্ট রাখুন, ডিজাইনাররা পোর্টফলিও রেডী করুন । আমি গিটহাব এবং আমার ব্লগ থেকে ৩-৪ টি জবের অফার পেয়েছি । সুতরাং এই জিনিসগুলো খুবই জরুরী ।
- আপনার কাভার লেটার, ইমেইল বা সিভির পিছনে কেউই দুই মিনিটের বেশী সময় দিবে না শুরুতে । তাই প্রাইমারি স্ক্রীনিং এ টিকতে চাইলে সংক্ষেপে সুন্দর করে উপস্থাপন করুন সব কিছু ।
- রংঢং কিংবা আকাঁবাকা ফন্ট ব্যবহার করেছেন তো মরেছেন । আপনার ইমেইল এডিটরের ডিফল্ট ফন্ট ব্যবহার করার চেষ্টা করুন । অথবা রুচিশীল কোন প্রফেশনাল ফন্ট ব্যবহার করুন । প্রয়োজন হলে বোল্ড হরফ ব্যবহার করতে পারেন তবে সেটা অবশ্যই পরিমিত মাত্রায় ।
- নেগেটিভিটি পরিহার করুন । নেগেটিভ কোন কথা না বলে ওভার অল পজিটিভিটি মেইনটেইন করুন । যেমন ধরুন: “I am not available full time right now” এ কথা বলার চাইতে “Part time would work better for me now, I would definitely look forward to working full time in the future” বললে একটা পজিটিভ টোন কাজ করে । পজিটিভিটিটা জবের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ন ।
- রিসেন্টলি পাবলিশ হওয়া জব পোস্টগুলোর উপর বেশী ফোকাস করুন ।
- ইন্টারভিউতে ডাক না পেলে হতাশ হবেন না, চেষ্টা চালিয়ে যান । অধ্যাবসায়ের কোন বিকল্প নেই!
22 replies on “কোথায়, কিভাবে খুজঁবেন রিমোট জব?”
Thanks for this information
ধন্যবাদ ভাইয়া। আমি শুধু স্ট্যাক ওভারফ্লো এর কথা জানতাম। সংরহে রেখে দিলাম। রিমোট জবের ক্ষেত্রে খুব আগ্রহ আছে। আমি অ্যান্ড্রয়েড ডেভেলপার, তাই ওইদিকে কিছু পাওয়ার চেষ্টা করছি।
good writing. 🙂
I would like to add toptall.com as well in the list.
I ignored Toptal, Hired.com and other similar agency-like sites because on those sites the jobs are not directly available to the people. They match you with potential clients.
And also applying is not as straight forward.
অনেক সুন্দর করে কথা গুলো বলেছেন, খুব ভালো লেগেছে। 🙂
Vaiya
Can i have a sample of your cv/resume that you send (we will send) at the time of applying?
আমার সিভির লিংক পোস্ট এ দেওয়া আছে – http://masnun.me – আপনি ওখান থেকে ডাউনলোডও করে নিতে পারবেন ।
One more very essential article. I was looking for something like this. Thank you vai. Keep up good works 🙂
Really so helpfull topics. Thanks a lot.
Graphic design, image edit and other remote job er source den pls
Thank you Bro
অনেকদিন থেকেই সন্ধানে ছিলাম প্রচলিত মার্কেটপ্লেসগুলোর বাহিরে রিলাইএ্যাবল রিমোট সাইটের জন্য। স্ট্যাকওভারফ্লো সম্পরকে জনাতাম আগে থেকেই, বাকি সবগুলোই নতুন আমার কাছেও।
বাই দ্যা ওয়ে, staff.com, http://jobs.wordpress.net/ (For WordPress) এদুটোও যুক্ত করে দিতে পারেন লিস্টে। 🙂
এ্যানি ওয়ে, নতুন সাইটগুলোর জন্য থাঙ্কস! 🙂
ওয়ার্ডপ্রেস এর লিংক এ্যাড করে দিলাম । আমি নিজে স্টাফ ডট কম টীমে কাজ করেছি, ওখানে খুব বেশী জব নেই এখনো, কোয়ালিটিও খুব ভালো না । তবে হয়তো ভবিষ্যতে ওটা আরও ভালো করবে ।
This article is very useful. I’ve used those technique and I’ve got some result .Thanks Masnun bhai for this effort. Thanks is less, you deserve more than that.
One of the problem of remote job sites is employer often wants to hire US based developer, not any Bangladeshi. They strictly says that candidate must have work permit in USA.
Yes, that is sometimes a problem.
মাসনুন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। এরকম গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য।
Please tell us the interview process for remote jobs. Skype interview or chatting? What questions they ask? Am I should be to geek or theoretical?
Have any chance without experience?
Depends on the company!
vai bangladesh e to python er job e nai…… r onno deshe korle kivabe korbo?? korle ki hobe???
#post er jonno thanks
বাংলাদেশেও পাইথনের অনেক জব আছে । রিমোট জব খুজঁতে হলে এই পোস্টে দেওয়া সাইটগুলোতে খুজুঁন ।
Thanks a lot dear brother.
It is really very informative as well as helpful.