Categories
Bangla Python Series

বাংলায় পাইথন – কোড কমেন্টিং

যে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই কমেন্ট অত্যন্ত গুরুতকপূর্ন বিষয় । কমেন্ট হল কোডের সেই অংশ বিশেষ যা ইন্টারপ্রেটার এক্সিকিউট করবে না । কমেন্ট লেখা হয় মূলত যারা পরবর্তীতে এই কোড পড়বেন তাদের জন্য । প্রোগ্রামের বিভিন্ন বিষয় সোর্স কোডের মধ্যেই ব্যখ্যা করা হয় কমেন্টের মাধ্যমে ।

পাইথনে আমরা পাউন্ড বা হ্যাশ ক্যারেক্টার ব্যবহার করে কমেন্ট লিখে থাকি । যেমন:

দেখা যাচ্ছে – কমেন্ট মাল্টিপল লাইনে হতে পারে, শুধু লাইনের শুরুতে পাউন্ড চিহ্ন বসালেই হল । একই লাইনে কিছু কোড এর পরে পাউন্ড সাইন ব্যবহার করে কমেন্ট লেখা যায় । তবে খেয়াল রাখা দরকার, একবার পাউন্ড সাইন দিয়ে কমেন্ট লেখা শুরু করলে তারপর থেকে ঐ লাইনের বাকিটা কমেন্ট হিসেবে বিবেচিত হবে । পাইথনে কমেন্ট শেষ করার ব্যবস্থা নেই, তাই সি বা জাভার মত কমেন্ট ব্লকও (/*….*/) সম্ভব না ।