POST CATEGORY : Bangla
নোডস্কুল – লার্নইউনোড – পর্ব ১
ভিডিও এডিটিং এ আমার অভিজ্ঞতা নেই বললেই চলে, চেষ্টা করেছি মাঝে মাঝে জুম ইন আর জুম আউট করে কোড এবং কনসোলের উপর ফোকাস করতে, কিছু কিছু ক্ষেত্রে জিনিসটা স্মুথ হয় নি, এডিটিং জনিত ত্রুটির জন্য অগ্রীম ক্ষমাপ্রার্থী
নোড জেএস এ ইভেন্ট এমিটার এপিআই এর ব্যবহার
পাইথনে প্যাকেজ ইন্সটলেশন — পিপ
পিডিও, মাইসিকুয়েল ও পিএইচপিমাইএ্যাডমিন
The Video is available in HD
উবুন্টুতে মাইসিকুয়েলের রুট পাসওয়ার্ড রিসেট করা
মাঝে মাঝেই এমন হয় যে মাইসিকুয়েলের রুট পাসওয়ার্ড খুজেঁ পাওয়া যাচ্ছে না । বেশীরভাগ ক্ষেত্রেই দেখা যায় সার্ভার প্রথমবার সেটাপ করার সময় বেশ শক্ত পোক্ত রুট পাসওয়ার্ড সেট করা হয়, এরপর নিজের এ্যাপ্লিকেশন এর জন্য নতুন মাইসিকুয়েল ইউজার তৈরি করে নেই । রুট পাসওয়ার্ডটা কোথাও নোট করে না রাখলে পরবর্তীতে ওটা আর মনে করতে পারি না । এরকম পরিস্থিতিতে রুট ইউজারের পাসওয়ার্ডটা রিসেট করা ছাড়া কোন উপায় থাকে না ।
এই ব্লগ পোস্টে আমরা দেখবো কিভাবে আমরা সহজেই উবুন্টুতে মাইসিকুয়েলের পাসওয়ার্ড রিসেট করে নিতে পারি । যদিও উবুন্টুর জন্য কমান্ড গুলো লেখা, এগুলো ডেবিয়ান লিনাক্সেও কাজ করার কথা । আর অন্য কোন ডিস্ট্রোর ক্ষেত্রে সামান্য পরিবর্তন করা লাগতে পারে ।
মাইসিকুয়েল সার্ভিস বন্ধ করা
রুট পাসওয়ার্ড রিসেট করতে গেলে আমাদের প্রথমেই মাইসিকুয়েল এর সার্ভিস বন্ধ করতে হবে । উবুন্টুর জন্য:
1 |
sudo service mysql stop |
অথবা, ডেবিয়ান এবং উবুন্টু দুটোতেই কাজ করবে এই কমান্ডটি:
1 |
sudo /etc/init.d/mysql stop |
গ্রান্ট টেবিল ছাড়াই মাইসিকুয়েল রান করা
এবার আমাদের যেটা করতে হবে তা হলো মাইসিকুয়েল এর পাসওয়ার্ড চেক করা হয় যেই টেবিলটা থেকে, সেটিকে স্কিপ করে মাইসিকুয়েল চালু করা। এটা স্কিপ করলে মাইসিকুয়েল আর পাসওয়ার্ড চেক করবে না আগের মত করে। ফলে মাইসিকুয়েল এ আমরা রুট এ্যাকাউন্ট এ এ্যাক্সেস করতে পারবো কোন পাসওয়ার্ড ছাড়াই ।
1 |
sudo mysqld --skip-grant-tables & |
পাসওয়ার্ড রিসেট করা
এইবার এই কমান্ডটি রান করি:
1 |
mysql -u root mysql |
এই কমান্ডটি মাইসিকুয়েল সার্ভারে কানেক্ট করবে এবং mysql ডাটাবেইজটি ব্যবহার করার জন্য সিলেক্ট করবে ।
এইবার পাসওয়ার্ড পরিবর্তন করার পালা । এটার জন্য আমরা এই মাইসিকুয়েল কুয়েরিটা চালাবো:
1 |
UPDATE user SET Password=PASSWORD('NEW_PASSWORD') WHERE User='root'; FLUSH PRIVILEGES; exit; |
এই কুয়েরি আমাদের রুট ইউজারের জন্য নতুন পাসওয়ার্ড (এক্ষেত্রে NEW_PASSWORD) এ্যাসাইন করবে, প্রিভিলেজ ফ্লাশ করবে (সহজ ভাষায় পার্মিশন রিলোড করবে) এবং মাইসিকুয়েল সার্ভার থেকে ডিসকানেক্ট করবে ।
পুনরায় মাইসিকুয়েল স্বাভাবিকভাবে রান করা
আমরা মাইসিকুয়েলের পার্মিশন চেক কে ফাকি দিয়ে রুট ইউজারের জন্য নতুন পাসওয়ার্ড সেট করে দিয়েছি । এখন আমরা নরমালি মাইসিকুয়েল সার্ভার চালালেই নতুন পাসওয়ার্ড কাজ করবে । এজন্য আমরা আমাদের একটু আগে রান করা mysqld প্রসেসটি টার্মিনেট করে মাইসিকুয়েল রিস্টার্ট দিবো ।
1 2 |
sudo killall mysqld sudo service mysql start |
ব্যাস, এখন আমাদের নতুন সেট করে দেওয়া পাসওয়ার্ডই কাজ করবে!
Object Oriented Programming in Python: Bangla Screencast
Video is available in HD
সংযুক্তি – ১
স্ক্রীনকাস্টে প্রাইভেট ভ্যারিয়েবল বা ডাটা হাইডিং এর উদাহরন দেখানোর সময় ক্লাস লেভেল ভ্যারিয়েবল ব্যবহার করা হয়েছে । ইনস্ট্যান্স ভ্যারিয়েবল এর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য । এখানে কোড স্যাম্পল দেওয়া হলো:
1 2 3 4 5 6 7 8 |
class User(object): def __init__(self): self.__name = "masnun" # print User().__name --> this one would fail print User()._User__name |
সংযুক্তি – ২
ক্লাস নির্ভর মেটাক্লাস ইম্প্লিমেন্টেশন এবং একটি কাল্পনিক প্রয়োগ দেখার জন্য এই ভিডিও টি দেখতে পারেন – Python – Metaprogramming
Debugging & Profiling PHP Apps with xDebug – Bangla Screencast
Video is available in HD
JSON Handling in PHP – Bangla Screencast
Video is available in HD
JavaScript Fundamentals – Inheritance & Prototype – Bangla Screencast
Video is available on HD