Python – Branching & Functions from Abu Ashraf Masnun on Vimeo.
Python – Data Types from Abu Ashraf Masnun on Vimeo.
1 |
pip install Django |
এই কমান্ডটি জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক এবং তার প্রয়োজনীয় টুলগুলো ইনস্টল করে নিবে ।
যেহেতু আমরা জ্যাঙ্গোর সাথে মাইসিকুয়েল ব্যবহার করবো সেহেতু আমাদের পাইথনের জন্য মাইসিকুয়েল লাইব্রেরী ইনস্টল করে নিতে হবে ।
1 |
pip install MySQL-python |
এই প্যাকেজটি সি থেকে কম্পাইল করা হয় তাই ইন্সটল করার জন্য বেশ কিছু ডিপেন্ডেন্সীর প্রয়োজন পড়ে (যেমন: পাইথন এবং মাইসিকুয়েলের সি হেডার) । আপনার সিস্টেমে যদি সব গুলো ডিপেন্ডেন্সী না থাকে তবে ইরর মেসেজ দেখে দেখে সেগুলো ইনস্টল করে নিতে হবে ।
যারা ডেবিয়ান বা উবুন্টুতে আছেন, তাদের জন্য অবশ্য ইনস্টলেশন বেশ সহজ –
1 |
sudo apt-get install python-mysqldb |
এই এক কমান্ডেই প্যাকেজ ম্যানেজার যা যা লাগবে সব ইনস্টল করে তারপর মাইসিকুয়েল বাইন্ডিং ইনস্টল করে দিবে ।
জ্যাঙ্গোর ভার্সন মিলিয়ে দেখা
আমরা ভার্সন 1.5 ব্যবহার করবো এই বইতে । তাই আসুন, জ্যাঙ্গোর ভার্সন দেখে নেই –
1 |
django-admin.py --version |
এই কমান্ডটি রান করালে আমরা জ্যাঙ্গোর ভার্সনটি জানতে পারবো । যদি আউটপুট আসে 1.5.* ফর্ম্যাটে তাহলে আমরা সঠিক ভার্সনই ইনস্টল করেছি ।