Categories
Bangla Python Series

বাংলায় পাইথন – ইন্ডেন্টেশন

অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে পাইথনে আসলে প্রথম যে সমস্যাটি চোখে পড়ে তাহল পাইথনের ইন্ডেন্টেশন বেইজড কোড ব্লক । পাইথনের একই ইন্ডেন্টেশন সম্বলিত পর পর অবস্থিত লাইন গুলো একই কোড ব্লকের অন্তর্ভুক্ত । উদাহরণ না দিলে হয়ত বিষয়টি স্পষ্ট হবে না ।

এখানে আমরা ডট (.) দিয়ে স্পেইস বুঝিয়েছি । নিজে টাইপ করার সময় ডট এর পরিবর্তে স্পেইস ব্যবহার করুন না হলে প্রোগ্রাম রান করবে না । এখানে দেখুন ৩টি প্রিন্ট স্টেটমেন্ট আছে যারা একটির পর আরেকটি অবস্থিত এবং প্রত্যেকটি ৪টি স্পেইস দিয়ে ইন্ডেন্ট করা । এর ফলে এই প্রিন্ট স্টেটমেন্ট গুলো একটি কোড ব্লক হিসেবে কাজ করে । কোন স্টেটমেন্ট এ যদি একই ইন্ডেন্টেশন না থাকত সেক্ষেত্রে পাইথন এক্সেপশন (এরর) থ্রো করত ।

এখানে দেখুন প্রথম ব্লকের পর ইন্ডেন্টেশন আগের জায়গায় ফিরিয়ে নিয়ে ব্লকের সমাপ্তি টানা হয়েছে । পরে আবার ৪ স্পেইস ইন্ডেন্ট করে আরেকটি ব্লকের সূচনা করা হয়েছে । আগের ব্লক এবং এই ব্লক দুটোরই একই ইন্ডেন্টেশন কিন্তু এরা একই ব্লক নয় । কারণ এদের মাঝে else আছে ।

এবার দেখি নেস্টেড ব্লক:

এখানে আমরা স্পেইস এর পরিমান বাড়িয়ে দিয়ে নেস্টেড ব্লক তৈরি করলাম । একইভাবে স্পেইস এর পরিমান সমান পরিমানে কমিয়ে নিয়ে আগের ব্লকে ফিরে গেলাম ।

পাইথনের হোয়াইটস্পেস বেইজড ইন্ডেন্টেশন বুঝতে প্রথম প্রথম বেশ কষ্ট হয় । এজন্য দরকার অনুশীলন । নিজে নিজে ইন্ডেন্ট করার চেষ্টা করুন । গুগলে অনুসন্ধান করে দেখতে পারেন পাইথনের ইন্ডেন্টেশন নিয়ে ।

Categories
Bangla Python Series

বাংলায় পাইথন – লিস্ট (তৃতীয় পর্ব)

আমরা এই পর্বে পাইথনে লিস্ট অবজেক্ট এর এই মেথডগুলো দেখব:

insert()
pop()
remove()
reverse()
sort()

প্রথমেই আছে insert() – এটি ব্যবহার করে আমরা একটি লিস্টের যে কোন অবস্থানে আরেকটি আইটেম যোগ করতে পারি । যেমন:

দেখুন insert() মেথডটি দুটি প্যারামিটার গ্রহন করে । প্রথম প্যারামিটারটি দ্বারা আমরা নির্দেশ করি কোন অবস্থানে আইটেমটি বসাতে হবে, দ্বিতীয় প্যারামিটার হিসেবে আমরা সরাসরি আইটেমটিকে পাস করি । অর্থাৎ, l.insert(2,4) এর অর্থ হল l লিস্টের 2-তম অবস্থানে 4 আইটেমটিকে যোগ করা ।

এবার আসা যাক pop() মেথডে । এই মেথডটি লিস্টের সর্বশেষ আইটেমটি রিটার্ন করে এবং ঐ লিস্ট থেকে এটিকে বাদ দিয়ে দেয় । যেমন:

দেখা যাচ্ছে এখানে l.pop() মেথড কলটি l লিস্টের সর্বশেষ আইটেম 4 কে রিটার্ন করছে (যেটিকে আমরা s নামে সংরক্ষণ করলাম) । এবং এই একই সাথে l লিস্টটি থেকে এই শেষ আইটেম 4 কেও বাদ দিয়ে দিয়েছে ।

এবার আসা যাক remove() মেথডে । এটি insert() মেথডের ঠিক উলটো কাজ করে থাকে । এটিকে কোন অবস্থান দেখিয়ে দিলে সেই অবস্থানের আইটেমটিকে রিমুভ করাই এর কাজ । আসুন একটি উদাহরণ দেখে নেই:

আমরা দেখলাম কিভাবে remove() মেথডের সাহায্যে যে কোন একটি আইটেম আমরা রিমুভ করতে পারি । এই মেথডটি ছারাও আমরা পাইথনের বিল্ট ইন ফাংশন del() ব্যবহার করেও কোন আইটেম রিমুভ করতে পারি । যেমন:

এই কোডটুকু নিজে নিজে রান করে দেখুন কি ঘটে ।

এরপরে চলুন দেখে নেই sort() এবং reverse() মেথডের ব্যবহার । sort() ব্যবহার করে যে কোন লিস্টকে সর্ট বা স্বাভাবিকভাবে সাজানো হয় । reverse() মেথডটি লিস্ট কে উলটো ভাবে সাজানোর জন্যে ব্যবহার করা হয় ।

নিজে নিজে আমরা এই মেথড দুটি কোন লিস্ট অবজেক্টের উপর প্রয়োগ করে দেখি ।

Categories
Bangla Python Series

বাংলায় পাইথন – লিস্ট (দ্বিতীয় পর্ব)

আমরা আগের পোস্টে দেখেছি কিভাবে লিস্ট ডিক্লেয়ার করা যায়, কিভাবে লিস্টের ভ্যালু গুলো এক্সেস করা যায় । আজ আমরা দেখব লিস্ট সম্পর্কিত আরো কিছু জিনিস । আমি এর আগে dir() ফাংশনের কথা উল্লেখ করেছিলাম । পাইথনে কোন নাম সম্পর্কে টেকনিক্যাল বিষয় (প্রোপার্টিজ, মেথডস ইত্যাদি) জানার জন্য আমরা এই ফাংশনটি ব্যবহার করি । আসুন ঝটপট একটি লিস্টের উপর এই ফাংশনটি প্রয়োগ করি :

আমরা দেখতে পাচ্ছি একটি লিস্টের অনেকগুলো মেথড ও প্রোপার্টি রয়েছে । যেগুলোর আগে এবং পরে __ (ডাবল আন্ডারস্কোর) রয়েছে সেগুলো নিয়ে আমরা মাথা ঘামাব না । বাকিগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি:

append()
count()
extend()
index()
insert()
pop()
remove()
reverse()
sort()

কোন লিস্টের শেষে আরেকটি আইটেম যোগ করতে আমরা append() ব্যবহার করি । যেমন:

এখানে l একটি লিস্ট যেটার শেষে আমরা 3 যোগ করলাম । কোন লিস্টে একটি আইটেম কতবার আছে তা জানার জন্য আমরা count() ব্যবহার করি । যেমন:

তাহলে দেখলাম l লিস্টটিতে বিভিন্ন আইটেম কতবার আছে তা কিভাবে বের করা যায় । লক্ষ্য করূন অন্যান্য অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে count বা length এই ধরনের ফাংশন, মেথড বা প্রোপার্টি দিয়ে লিস্টের আকার বা আইটেমের সংখ্যা নির্নয় করা হয় । পাইথনে count এর ব্যবহারটি কিছুটা ভিন্ন । আর পাইথনে একটি লিস্ট এর আইটেম সংখ্যা বের করতে আমরা len() ফাংশনটি ব্যবহার করি । যেমন:

এই কোড রান করে দেখুন আউটপুট কি দেখায় । একটি লিস্টের শেষে আরেকটি লিস্ট যোগ করতে আমরা extend() ব্যবহার করি । যেমন:

এখানে lst1 লিস্টটির শেষে lst2 যোগ করলাম । এর ফলে lst1 এর আইটেমগুলোর সাথে lst2 এর আইটেমগুলোও যুক্ত হয়ে গেল ।

এবার আসা যাক index() এ । কোন লিস্টে কোন আইটেম এর অবস্থান বা ইন্ডেক্স জানতে আমরা এটি ব্যবহার করি । লিস্টে যদি ঐ আইটেম একাধিকবার থাকে তাহলে প্রথম অবস্থানটি পাওয়া যাবে। যেমন:

এখানে 2 আইটেমটি দুবার এসেছে – 1 এবং 2 ইন্ডেক্সে । তাই প্রথম অবস্থানটি পেলাম আমরা ।

সময়ের স্বল্পতার কারণে আজ আর বাকি মেথডগুলো কাভার করব না । ইনশাআল্লাহ নেক্সট পোস্টে আবার শুরু করব ।