Categories
Bangla

কোথায়, কিভাবে খুজঁবেন রিমোট জব?

প্রচলিত ফ্রী-ল্যান্স মার্কেটপ্লেইস (আপওয়ার্ক কিংবা ফ্রী-ল্যান্সার ডট কম) এর বাইরেও প্রচুর রিমোট জব পাওয়া যায় যেগুলোর কথা হয়তো আমরা জানি না । আজকে আমি আমার পরিচিত কিছু সোর্স উল্লেখ করবো ।

শুরুতেই কিছু কথা বলে রাখা জরুরী:

  • যেহেতু আমি সাধারনত সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি তাই এই সাইটগুলোর বেশীরভাগই ডেভেলপার ফোকাসড ।
  • এই সাইটগুলোর কয়েকটি রিমোট ফোকাসড, কতগুলোতে অন-সাইট এবং রিমোট দুই ধরনের জবই আছে । যেসব সাইটে দুই ধরনের জবই থাকে সেগুলোতে রিমোট জব গুলো ফিল্টার করে নিন ।
  • এই লিস্টটি সময়ের সাথে সাথে আপডেইট করা হবে । আপনাদের সাজেশন থাকলে কমেন্ট করুন, যোগ করে দিবো ।
  • সফটওয়্যার ডেভেলপমেন্ট ছাড়াও অন্যান্য ক্যাটাগরির সাইটও আমি এখানে যোগ করতে আগ্রহী, আপনার জানা থাকলে কমেন্ট করুন।

জেনেরিক জব বোর্ড

এই সাইটগুলোতে পিএইচপি, পাইথন, জাভাস্ক্রীপ্ট, সিস্টেম এ্যাডমিন, মোবাইল এ্যাপ্লিকেশন ডেভেলপার – মোটামোটি সব ধরনের স্কিলসেটের জবই পাওয়া যায় ।

স্পেশালাইজড জব বোর্ড

এই লিস্টের সাইটগুলো কোন বিশেষ টেকনোলজি ফোকাসড ।

  • Django Jobs | Django Gigs | Django Jobbers | (আরেকটা) Django Jobs – জ্যাঙ্গোর জন্য বেশ কয়েকটা জব সাইটে নজর রাখতে হবে আপনাকে ।
  • Larajobs – নাম শুনেই আন্দাজ করতে পারছেন হয়তো, এখানে শুধু লারাভেল স্পেসিফিক জব পাওয়া যায় ।
  • WordPress Jobs – এখানে পাবেন ওয়ার্ডপ্রেস এর জন্য ডিজাইন ও ডেভেলপমেন্ট এর কাজ
  • Nodejobs – নোডজেএস রিলেটেড জব খুজঁতে চাইলে ঢু মারুন এখানে ।
  • Golang Jobs – গুগলের গো ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে চাইলে এই ওয়েব সাইটটি হতে পারে ভালো রিসোর্স ।

কমিউনিটি, ফোরাম, আইআরসি

  • চোখ রাখুন রেডিটে – Remote Python | Remote Javascript | For Hire
  • হ্যাকার নিউজের জব লিস্টিং ছাড়াও প্রতিমাসে একটা মাসিক জব থ্রেডও পাবলিশ করা হয়, যেমন: April, 2015
  • আপনি যেই স্কিলসেট নিয়ে গর্বিত, সেই সব স্কিল সংশ্লিষ্ট কমিউনিটি গুলোতে খোজঁ খবর রাখুন । ফেইসবুক এবং লিংকইন গ্রুপগুলোতে মাঝে মাঝেই ঘুরে আসুন ।
  • আইআরসি এবং স্ল্যাকেও মিলবে জবের খোজঁ ।

কিভাবে এ্যাপ্লাই করবেন?

  • প্রথমেই আপনার নিজের সিভি আপডেইট করে নিন । সুন্দর করে সিভি প্রস্তুত করুন । শত শত এ্যাপ্লিকেশনের ভিতর থেকে আপনাকে যেন আলাদা করা যায় এমন কিছু থাকতে হবে আপনার সিভিতে । গুগল ঘেটে আকর্ষনীয় সিভি কিভাবে তৈরি করা যায় সেটা নিয়ে পড়াশুনা করুন । সময় দিন, পরিশ্রম করে সিভি বানান । আপনার স্কিল সেট সহজ, সাবলীল ভাষায়, সংক্ষিপ্ত আকারে টু-দ্যা-পয়েন্ট তুলে ধরুন । গতানুগতিক সিভির ফরম্যাট থেকে বাইরে আসুন, নতুন কিছু করার চেষ্টা করুন ।
  • অন্যদের সিভি পড়ুন, তাদের সিভির সাথে তাদের ব্যক্তিত্ব মিলিয়ে দেখুন, দেখবেন নিজের সিভির উপস্থাপনার ব্যাপারে মাথায় নতুন নতুন আইডিয়া আসছে ।
  • ওয়ার্ড ডকুমেন্ট হিসেবে সিভি পাঠানো খুবই আনপ্রফেশনাল । অবশ্যই পিডিএফ পাঠানো উচিৎ! আরও ভালো হয় পিডিএফ এর সাথে যদি একটা অনলাইন ভার্সন পাঠানো যায় । যেমন আমি সব সময় এ্যাপ্লাই করার সময় ইমেইল বা কাভার লেটারে এই লিংকটি দেই: http://masnun.me
  • কাভার লেটার বা ইমেইলটা প্রফেশনাল হওয়া খুবই জরুরী । এটাই আপনার ফার্স্ট ইমপ্রেশন তৈরি করবে । কথায় বলে – “You will never get the second chance to make a first impression.” । জব পোস্টিং টা পড়ুন, ভালো করে এ্যনালাইজ করুন, চিন্তা করুন এই জবে আপনি কেন পারফেক্ট, জব রিকোয়্যারমেন্টগুলোর কোন গুলোয় আপনার স্ট্রং পয়েন্ট আছে সেগুলো আইডেন্টিফাই করে সেগুলোর উপর জোর দিন । যে জিনিসগুলো পারেন না, সেগুলো শেখার জন্য আগ্রহ প্রকাশ করুন ।
  • আপনার ব্লগ, গিটহাব, পোর্টফোলিও – এগুলোর উপর জোর দিন । এগুলো যেন সহজে নজরে পড়ে সেভাবে উপস্থাপন করুন । আর হ্যা, অবশ্যই সময় করে নিজের ব্লগে লেখালেখি করুন (ইংরেজীতে অবশ্যই), গিটহাবে নিজের কিছু ওপেন সোর্স প্রজেক্ট রাখুন, ডিজাইনাররা পোর্টফলিও রেডী করুন । আমি গিটহাব এবং আমার ব্লগ থেকে ৩-৪ টি জবের অফার পেয়েছি । সুতরাং এই জিনিসগুলো খুবই জরুরী ।
  • আপনার কাভার লেটার, ইমেইল বা সিভির পিছনে কেউই দুই মিনিটের বেশী সময় দিবে না শুরুতে । তাই প্রাইমারি স্ক্রীনিং এ টিকতে চাইলে সংক্ষেপে সুন্দর করে উপস্থাপন করুন সব কিছু ।
  • রংঢং কিংবা আকাঁবাকা ফন্ট ব্যবহার করেছেন তো মরেছেন । আপনার ইমেইল এডিটরের ডিফল্ট ফন্ট ব্যবহার করার চেষ্টা করুন । অথবা রুচিশীল কোন প্রফেশনাল ফন্ট ব্যবহার করুন । প্রয়োজন হলে বোল্ড হরফ ব্যবহার করতে পারেন তবে সেটা অবশ্যই পরিমিত মাত্রায় ।
  • নেগেটিভিটি পরিহার করুন । নেগেটিভ কোন কথা না বলে ওভার অল পজিটিভিটি মেইনটেইন করুন । যেমন ধরুন: “I am not available full time right now” এ কথা বলার চাইতে “Part time would work better for me now, I would definitely look forward to working full time in the future” বললে একটা পজিটিভ টোন কাজ করে । পজিটিভিটিটা জবের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ন ।
  • রিসেন্টলি পাবলিশ হওয়া জব পোস্টগুলোর উপর বেশী ফোকাস করুন ।
  • ইন্টারভিউতে ডাক না পেলে হতাশ হবেন না, চেষ্টা চালিয়ে যান । অধ্যাবসায়ের কোন বিকল্প নেই!
Categories
Bangla Screencast Series

Django Life – Session 3

The Video is available in HD

Categories
Bangla Screencast Series

Django Life – Session 2 (Bangla Screencast)

The Video is available in HD