Categories
Bangla Python

পাইথনে সিঙ্গলটন প্যাটার্ন

সিঙ্গলটন প্যাটার্ন ব্যবহার করে আমরা নিশ্চিত করতে পারি যেন একটি ক্লাস থেকে একটিই মাত্র অবজেক্ট তৈরি করা হয় । সচরাচর আমরা একই ক্লাস থেকে প্রয়োজনমত ইনস্ট্যান্স তৈরি করে নেই । কিন্তু কখনো কখনো প্রয়োজন পড়ে সিস্টেমওয়াইড একই ইনস্ট্যান্স ব্যবহার করার কিংবা কখনো কখনো নতুন ইনস্ট্যান্স তৈরি করা বেশ রিসোর্স ইন্টেন্সিভ হয় । এরকম পরিস্থিতিতে আমরা সিঙ্গলটন প্যাটার্ন ব্যবহার করতে পারি । এর বাস্তব উদাহরণ হতে পারে ডাটাবেইজ কানেকশন । আমরা চাইবো আমাদের এ্যাপ্লিকেশন যেন একবারই ডাটাবেইজ এ কানেক্ট করে এবং পরে ঐ কানেকশনটিই বারবার ব্যবহার করে ।

পাইথনে সিঙ্গলটন প্যাটার্নটা বেশ কয়েকভাবে করা যায় । তবে সবচাইতে গ্রহনযোগ্য উপায় হচ্ছে ডেকোরেটর ব্যবহার করা । আমরা প্রথমেই কোড দেখে নেই –

পাইথনে ডেকোরেটর আসলে callable অবজেক্ট যেটি অন্য একটি অবজেক্টকে আর্গুমেন্ট হিসেবে গ্রহন করে এবং এবং আরেকটি অবজেক্ট রিটার্ন করে । কোন ক্লাস বা ফাংশন এর উপর @ চিহ্ন সহ ডেকোরেটরের নাম লিখে আমরা ডেকোরেটর ব্যবহার করি । ডেকোরেটর কে আমরা সহজে এভাবে কল্পনা করতে পারি –

এর মানে দাড়াবে অনেকটা এরকম –

তো এই জিনিসটিই আমরা সিঙ্গলটন প্যাটার্ন তৈরি করতে ব্যবহার করছি । প্রথমে আমরা একটি ক্লাস বেইজড ডেকোরেটর ডিফাইন করলাম এবং তারপর আমাদের Person ক্লাসে ডেকোরেটর এ্যাপ্লাই করলাম । আসলে কি ঘটছে এখানে? ব্যাপারটা আসলে অনেকটা এরকম –

হয়ে যাচ্ছে –

আমরা আর চাইলেও Person ইনস্ট্যান্স তৈরি করতে পারবো না । তাই বাধ্য হয়ে আমরা Instance() কল করবো । আসলে আমাদের কলটি হবে অনেকটা এরকম –

singleton ক্লাস টি __init__ করার সময়ই আদি এবং অকৃত্রিম Person ক্লাসটি পাস করে দেওয়া হয় যেটি self._decorated এ থেকে যায় । এরপর Instance() মেথডের কাজ বেশ সহজ সরল । সে দেখে আগেই ইনস্ট্যান্স তৈরি করা আছে কিনা । না থাকলে self._decorated এ থাকা মূল ক্লাস থেকে একটি ইনস্ট্যান্স করে রিটার্ন করে এবং নিজের কাছে self._instance এ সেইভ করে ।

ক্লাস বেইজড ডেকোরেটর বুঝতে সমস্যা হলে এভাবে এক্সপেরিমেন্ট করে দেখা যায় –

3 replies on “পাইথনে সিঙ্গলটন প্যাটার্ন”

Comments are closed.