Categories
Bangla Python Series

বাংলায় পাইথন – সিঙ্গল কোট, ডাবল কোট ও এস্কেপ ক্যারেক্টার

পাইথনে সিঙ্গল বা ডাবল কোটেশন দুটোর মাধ্যমেই স্ট্রিং ব্যবহার করা যায় । তবে যেটি দিয়ে স্ট্রিং শুরু করবেন, শেষও করতে হবে সেটি দিয়েই । এক ধরণের কোটেশনের মধ্যে অন্য কোটেশন সরাসরি প্রিন্ট হয়ে যাবে । যে কোটেশন দিয়ে স্ট্রিং ব্যবহার করা হচ্ছে তার ভিতরে যদি ঐ কোটেশন চিহ্নটি কোন কারণে ব্যবহার করতে হয় তবে তার আগে একটি ব্যাক স্ল্যাশ ব্যবহার করতে হয় । আমরা কিছু উদাহরণ দেখি:

একটি ফাইলে এই কোড টাইপ করে রান করে দেখুন কি আউটপুট দেখায় ।

One reply on “বাংলায় পাইথন – সিঙ্গল কোট, ডাবল কোট ও এস্কেপ ক্যারেক্টার”

Comments are closed.